কবরে থেকেও শরীর অক্ষত

যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই লোকমুখে শুনে আসছি, আমার দাদাজানের বাবা পীরে কামেল সৈয়দ নূর আলী নকশেবন্দী সাহেবের মৃত দেহের কথা। উনার স্ত্রীর কবর খনন করার সময় কোদালের কোপ লাগে তার মৃত দেহের হাটুর ওপর। এরপর ফিনকি দিয়ে গলগল করে রক্ত বের হতে লাগল। এ ঘটনা দেখে যে কবর খুড়ছিল সে অজ্ঞান হয়ে যায়। তার মুরীদরা (শিস্য) বলতে থাকে যে উনি অনেক কামেল লোক এজন্যই উনার লাশটি পচেনি। কিন্তু আমি কোনভাবেই কথাটা বিশ্বাস করতে পারিনি। আমার কাছে ব্যপারটা সত্য মিথ্যার মাঝামাঝি (Myth) হয়েই রয়ে গেল। কারন আমি কোন কিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যা না পেলে তা বিশ্বাস করিনা। মুরিদরা হয়তো অতিরিক্ত ভক্তির কারনে একটা গল্প বানিয়েছে। কিছুদিন হল আমি এর সমাধান পেয়েছি।



শুনুন তাহলে...