ফাঁস করেই সবাই পাশ করে?

বেলা এগারোটা বাজে, ১ঃ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে আমাকে। ছোট ছেলেটা এ বছর PSC (সমাপনী) পরীক্ষা দিচ্ছে। মিরপুর স্টেডিয়ামের সামনে ফুটপাত ধরে হাটছি, রাগে গা জ্বলছে, মাথাটা ঝিমঝিম করছে। মনে মনে ভাবছি এতো অধঃপতন মনুষ্য প্রজাতির হয় কি করে?

পরীক্ষা হলের সামনে কিছুক্ষন ছিলাম। অনেকেই প্রশ্নবানে আমাকে জর্জরিত করছেন,

প্রশ্নের ধরনটা এমনঃ- "দিদি প্রশ্ন পেয়েছেন?" "দিদি ইন্টারনেট থেকে প্রশ্ন নামাইছেন"

আমার একটাই জবাব ছিল "না"। এই না  শুনে পুরান বালতির তলার মত মুখ করে দাদা/দিদিরা প্রস্তান। এই দাদা/দিদিরা খুব ভাল করেই জানেন, আমার ইন্টারনেটের একটি ক্ষেত আছে, গাছে ঝারা দিলেই ঝরঝর করে প্রশ্ন পড়বে।